বিজ্ঞপ্তি : সম্প্রতি ‘হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড’-এর আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়ে খুলনা অঞ্চলের শীর্ষ ২১ প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে যাচ্ছে।
বাংলাদেশে প্রথমবারের মতো হরলিক্সের সৌজন্যে আনা “ব্রেইন গেমস অলিম্পিয়াড”, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মেধা বিকাশ এর প্রতিযোগিতা, যা বিভিন্ন চ্যালেঞ্জিং গেম, কুইজ এবং পাজলের মাধ্যমে সারা দেশ থেকে সবচেয়ে প্রতিভাবান ছেলেমেয়েদের খুঁজে বের করে। জনপ্রিয় এই প্রতিযোগিতায় সারাদেশের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ২২,০০০-এরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। নানা রকম এক্সাইটিং পাজেল গেমসের মাধ্যমে বাড়ন্ত বয়সের বুদ্ধিবৃত্তিক বিকাশকে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ নিয়েই হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডের যাত্রা।
অনলাইন প্রিলিমিনারি রাউন্ডের পর, আঞ্চলিক পর্যায়ের রাউন্ড দেশের ৫টি জায়গায় (রংপুর, খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ) অনুষ্ঠিত হয়েছে। অনলাইন রাউন্ডে বিজয়ী শিক্ষার্থীরা আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণ করেছে। প্রতিটি অঞ্চল থেকে ১০০০ জন করে সারা দেশ থেকে সর্বমোট ৫০০০ জন শিক্ষার্থী আঞ্চলিক রাউন্ডের জন্য নির্বাচিত হয়। অঞ্চলভিত্তিক শীর্ষ ১,০০০ জনের মধ্যে থেকে ২১ জন শিক্ষার্থী জাতীয় রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়।
‘হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড’-এর লক্ষ্য হলো বুদ্ধিবৃত্তিক চিন্তাসম্পন্ন ও সমস্যার সমাধানে পারদর্শী পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করা ও লালন করা। এই ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজিত হলে সারা দেশের ক্ষুদে শিক্ষার্থীরা আগামীর জন্য নিজেদেরকে যোগ্যতম করে প্রস্তুত করতে সক্ষম হবে।