জন্মভূমি রিপোর্ট : নগরীর পৃথক দুইটি স্থান হতে ১শ’৬ লিটার দেশি তৈরি মদসহ ছয় জন গ্রেফতার হয়েছে। খুলনা সদর ও দৌলতপুর থানা পুলিশের অভিযানে শনিবার রাতে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের হয়েছে। আসামিদের রোববার দুপুরে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, খুলনা সদর থানাধীন বার্মাশীল এলাকায় পরিচালিত অভিযানে মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৫), মাসুদ শেখ (৪৫), মাজহারুল ইসলাম (৪৪), মোঃ সাইফুল ইসলাম (২২) এবং মানিক শেখ (২৪) নামে পাঁচ জন ১শ’ লিটার দেশি তৈরি চোলাই মদসহ গ্রেফতার হয়েছে। অন্যদিকে, দৌলতপুর থানাধীন ট্রেডস্কুল পুলিশ ফাঁড়ি মোড় হতে মোঃ সুজন শিকদার (৩৩) নামে একজন ৬ লিটার চোলাই মদসহ গ্রেফতার হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত