জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিক্রেতা হনুফা আক্তার তানিসা (২৪) লবণচরা থানার আবাসিক এলাকার মোশারফ খাঁর কন্যা।
কেএমপি সূত্র জানায়, গত শুক্রবার বিকাল সোয়া ৪টায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন এম এ বারী সড়কের গল্লামারী রাহাজানের বাঁশগোলার সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত