
জন্মভূমি রিপোর্ট : সুন্দরবনের নলিয়ানে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনা জেলার দাকোপ উপজেলার সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন ৬ নম্বর কয়রা গ্রামের আজিবর মোল্লার ছেলে আবু মুসা এবং একই এলাকার জিযারুল ইসলামের ছেলে ইমরান হোসেন। তিনি আরো জানান, জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, ফাঁদ ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।

