জন্মভূমি রিপোর্ট
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪১ জনের দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। যার মধ্যে খুলনার ৩৯ জন, যশোর ১ ও গোপালগঞ্জের ১ জন। আর এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। জেলায় করোনা আক্রান্ত হয়েছেন এপর্যন্ত মোট ৮ হাজার ৯৯৫ জন। আর মৃত্যু হয়েছে মোট ১৪৮ জনের কোভিড হাসপাতালে অবস্থান করছেন ৫৫ জন আর আইসিইউতে ভর্তি আছেন ৭ জন।
আমাদের মেডিলে প্রতিনিধি জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল ২৮ এপ্রিল ১টা ৪৫ মিনিটে নমিতা মন্ডল (৭০) নামে এক নারীর মৃত্যু হয়। তার বাড়ি পাইকগাছা উপজেলার দক্ষিণ কুমখালি গ্রামে। তার স্বামীর নাম মৃত সুধির মন্ডল। তিনি গত ২৭ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হন।
গতকাল ২৮ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আব্দুল আজিজ (৫২) নামে আরও একজনের দুপুর ২টা ২০ মিনিটে মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে বলা হয়েছে তিনি ২০ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে ভর্তি হয়ে ছিলেন। তিনি নগরীর খালিশপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার ইছাপুর গ্রামে। তার পিতার নাম আকবাদ আলী।