
সমাজসেবা অধিদপ্তর মানবকল্যাণে প্রশংসিত
জন্মভূমি রিপোর্ট : সমাজকল্যাণ মন্ত্রণালয়র অধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে দুঃস্থ অসহায় রোগীদের আর্র্থিক সহায়তা প্রদান করে থাকে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্টোক জনিত প্যারালাইসেস ও থালাসামিয়া রোগে আক্রান্ত গরীব রোগীদরে সহায়তার জন্য সমাজসেবা অধিদপ্তর খুলনা জেলা কর্যালয় দু’কোটি ২৮লাখ টাকার চেক বিতরণ করেছে। বরাদ্দ বাড়ানো প্রয়োজন।
২০২২-২৩অর্থ বছরে খুলনা জেলায় ৪কিস্তিতে এই টাকা বিতরণ করা হয়েছে। প্রতি ৩মাসে এক কিস্তি। প্রতি কিস্তিতে ১১৪জন করে ৫৭লাখ টাকা বিতরণ করা হয়। সে মতে ৪৫৬জনকে দু’কোটি ২৮লাখ টাকা বিতরণ করা হয়েছে। জনপ্রতি ৫০হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
সূত্র জানিয়েছেন, অর্থের অভাবে এই মরণ ব্যাধিতে আক্রান্ত রোগীরা ধুঁকে ধুঁকে মারা যায়। পরিবার চিকিৎসা ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোক জনিত প্যারালাইসেস, জন্মগত হৃদরোগ রোগে আক্রান্ত গরীব রোগীদেরকে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে আসছে। গরীব রোগীদের কল্যাণে পরিচালিত এ কর্মসূচি সকল পর্যায়ে প্রসংশিত হয়েছে।
এই সফলতা বিবেচনায় নিয়ে সরকার এ কার্যক্রমকে স্থায়ী কর্মসূচিতে রূপদান করার লক্ষে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বাস্তবায়নের জন্য একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করেছে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন বলেন, সমাজসেবা অধিদপ্তর জনকল্যাণে কাজ করছে। অসহায় মানুষের পাশে থেকে আর্থিক সহযোগিতা করছে। এটি সরকারের যুগান্তকারী পদক্ষেপ। আবেদনের তুলনায় বরাদ্দ কম। সরকার বরাদ্দ বাড়ানোর চেষ্টা করছে। আমরা মাঠ পর্যায়ে থেকে সরকারের কাছে বরাদ্দ বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছি।