
জন্মভূমি রিপোর্ট : খুলনায় গত ২৪ ঘন্টায় ৪৫ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তার মধ্যে রয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন ও জেলায় ১৫ জন। এনিয়ে খুলনায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১ হাজার ৫১৫ জন। মৃত্যু হয়েছে মোট ১২ জনের। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫৭ জন। রেফার্ড করা হয়েছে ৫ জন রোগীকে।
এ ছাড়া গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২৯৬ জন। চলতি বছর বিভাগে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৮ হাজার ৪৩৭ জন। ছাড়পত্র নিয়ে ঘরে ফিরেছেন ৬ হাজার ৪১৫ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ৮৪৫ জন রোগী। চলতি বছর জানুয়ারী থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট মৃত্যু হয়েছে ৩০ জনের। তাদের মধ্যে রয়েছেন খুলনা জেলায় ২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, সাতক্ষীরা জেলায় ১ জন, যশোর জেলায় ৬ জন, ঝিনাইদহ ২ জন, মাগুরা ১ জন, কুষ্টিয়া ৪ জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন।