
জন্মভূমি রিপোর্ট : নগরীর লবণচরা থানা পুলিশ ৪ পিস স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার লবণচরা থানার খুলনা টেক্সটাইল ইন্সটিটিউটের সামনে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এক যাত্রী ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ যাত্রীকে আটক করতে পারেনি।
কেএমপি সূত্র জানায়, গত বৃহস্পতিবার লবণচরা থানা পুলিশের একটি টিম খুলনা টেক্সটাইল ইন্সটিটিউটের সামনে নিয়মিত ডিউটি করছিল। এ সময় তারা গোপন সংবাদে জানতে পারে যে, ঢাকা হতে একটি পরিবহনে ইয়াবার বড় চালান খুলনায় প্রবেশ করবে। উপরোক্ত সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১০টার সময় ঢাকা হতে খুলনা-সাতক্ষীরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহন রাস্তার স্পিড ব্রেকারে দাঁড়ালে পুলিশ সদস্যরা পরিবহনে ওঠেন। গাড়ির ভিতরে পুলিশ দেখে গাড়ি থেকে আনুমানিক ৪৫ বছর বয়স্ক অজ্ঞাতানামা এক পুরুষ নেমে আসে। গাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা এএসআই এমদাদুল হক উক্ত ব্যাক্তিকে ডাক দিলে লোকটি তার পকেটে থাকা একটি শপিংব্যাগ রাস্তায় ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। লবণচরা থানা পুলিশের উক্ত টিম পলাতক ব্যক্তির ফেলে যাওয়া উক্ত শপিং বাগ্যের মধ্যে কালো টেপে মোড়ানো অবস্থায় ৪ পিস স্বর্ণের বার পান। চেকপোস্টে দায়িত্বরত অফিসার বিষয়টি ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) কে অবগত করলে ডেপুটি পুলিশ কমিশনার এবং অত্র থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। জব্দকৃত ৪ পিস স্বর্ণের বারের ওজন ৪৭৪ গ্রাম, যার মূল্য আনুমানিক ৪২ লাখ ৬৬ হাজার টাকা। স্বর্ণের বার বহনকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহন এবং পলাতক আসামি শনাক্তকরণে পুলিশি অভিযান অব্যাহত আছে। প্রকৃত অপরাধী শনাক্তকরণের মাধ্যমে এই ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।