
জন্মভূমি রিপোর্ট : নগরীর লবনচরা থানাধীন পৃথক দুইটি এলাকায় পুলিশের অভিযানে মোবাইল ফোন ব্যবহার করে জুয়া খেলার সময় পাঁচ জন গ্রেফতার হয়েছে। তাদের হেগফাজত হতে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, বিশেষ অভিযান চলাকালে সিমেন্ট ফ্যাক্টরি রোডের পাশ হতে দ্বীপ (১৯) এবং এনায়েত (৪৫) নামে দুই জুয়াড়ি গ্রেফতার হয়। মোল্লাপাড়া ভাজাওয়ালা গলিতে অপর এক অভিযানে হেমায়েত আকন (৩৫), সোহেল হাওলাদার (৩৫) এবং ইমরান লস্কর (৩২) নামে আরও তিন জুয়াড়ি গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে দুইটি নন এফআইআর মামলা দায়ের হয়েছে। বুধবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়।