হারুন-অর-রশীদ : ঈদ উল ফিতর সমাগত। ঈদকে সামনে রেখে খুলনার গ্রামীণ জনপদের ৫লাখ ৪৮হাজার ৮৬৮জন দু:স্থ মানুষ পচ্ছেন ১৩৮১ মেট্রিক টন ৪৮০ কেজি চাল। জেলায় ৬৮টি ইউনিয়নে ১৩লাখ ৮১ হাজার ৪৮০টি ভিজিএফ কার্ডের আওতায় এই চাল বরাদ্দ দেয়া হয়েছে। জন প্রতি ১০ কেজি করে চাল পাবেন। খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৩১টি ওয়ার্ডে দু:স্থদের জন্য ১৫ হাজার ৫শ’ পিস ঈদ বস্ত্র বরাদ্দ করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসনের ত্রাণ শাখা সূত্র জানিয়েছে, জেলার ৯ উপজেলার মধ্যে বটিয়াঘাটা উপজেলায় ৭টি ইউনিয়নে ৫১৮৫১ জনে ১৩০৫১টি কার্ডের বিপরিতে ১৩০ মেট্রিক ৫১০ কেজি চাল পাচ্ছেন। দাকোপ উপজেলায় ৯টি ইউনিয়নে ৪১৭৭৭জনে ১০৫১৫টি কার্ডের বিপরিতে ১০৫ মেট্রিকটন ১৫০ কেজি চাল পাচ্ছেন। ডুমুরিয়া উপজেলায় ১৪টি ইউনিয়নে ১০৩৬২৪ জনে ২৬০৮২টি কার্ডের বিপরিতে ২৬০ মেট্রিকটন ৮২০ কেজি চাল পাচ্ছেন। দিঘলিয়া উপজেলায় ৬টি ইউনিয়নে ৫২২০২ জনে ১৩১৩৯টি কার্ডের বিপরিতে ১৩১ মেট্রিকটন ৩৯০ কেজি চাল পাচ্ছেন। কয়রা উপজেলায় ৭টি ইউনিয়নে ৭১১৭৩ জনে ১৭৯১৪টি কার্ডের বিপরিতে ১৭৯ মেট্রিক টন ১৪০ কেজি চাল পাচ্ছেন। পাইকগাছা উপজেলায় ১০টি ইউনিয়নে ৮৫৫৯৫ জনে ২১৫৪৪টি কার্ডের বিপরিতে ২১৫ মেট্রিক টন ৪৪০ কেজি চাল পাচ্ছেন। ফুলতলা উপজেলায় ৪টি ইউনিয়নে ৪৭০৮১ জনে ১১৮৫০টি কার্ডের বিপরিতে ১১৮ মেট্রিক টন ৫০০ কেজি চাল পাচ্ছেন। রূপসা উপজেলায় ৫টি ইউনিয়নে ৫৫৬৫১ জনে ১৪০০৭টি কার্ডের বিপরিতে ১৪০ মেট্রিক টন ৭০ কেজি চাল পাচ্ছেন এবং তেরখাদা উপজেলায় ৬টি ইউনিয়নে ৩৯৯১৪ জন মানুষ ১০,০৪৬টি কার্ডের বিপরিতে ১০০ মেট্রিক টন ৪৬০ কেজি চাল পাচ্ছেন। ইতো মধ্যে চাল বিতরণ করা শুরু হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের ভান্ডার শাখা সূত্র জানায়, নগরীর ৩১টি ওয়ার্ডে দু:স্থদের জন্য ১৫হাজার ৫শ’ ঈদ বস্ত্র বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত ঈদ বস্ত্রের মধ্যে রয়েছে শাড়ি ১২ হাজার ৪০০ ও লুঙ্গি ৩হাজার ১০০পিস। প্রতিটি ওয়ার্ডে শাড়ি ৪শ’ এবং লুঙ্গি ১০০পিস করে ঈদবস্ত্র বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে গত বছরের চেয়ে এ বছর একটু বেশী বরাদ্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত