জন্মভূমি রিপোর্ট : লবণচরা থানাধীন মোক্তার হোসেন রোড এলাকা হতে ছয়টি ককটেলসহ মো: রাসেল গাজী (৩৪) নামে একজন গ্রেফতার হয়েছে। শনিবার সকালে র্যাব-৬ এর একটি টিম এ উদ্ধার-গ্রেফতার করেছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।
র্যাব জানায়, আসামি রাসেল মোক্তার হোসেন রোড সংলগ্ন খালপাড়ের বাসিন্দা। মাদক কারবারীদের অবস্থান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার পরে ওই এলাকায় অভিযান চালানো হয়, তখন বিস্ফোরকসহ সে গ্রেফতার হয়।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক দৈনিক জন্মভূমিকে বলেন, জনৈক বাদশা মন্ডল নামের এক ব্যক্তির দোকানের সামনের সড়কে আসামি অবস্থান করছিল। তার হাতে থাকা বাজার করা ব্যাগে লুকানো ছয়টি ককটেলসহ সে গ্রেফতার হয়েছে। তাকে আজ রোববার আদালতে সোপর্দ করার পাশাপাশি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হবে। আদালতের অনুমতি সাপেক্ষে উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত