জন্মভূমি রিপোর্ট : নগরীর লবনচরা থানা এলাকায় মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় সাত জন গ্রেফতার হয়েছে। শুক্রবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশের অভিযানে তারা গ্রেফতার হয়েছে। এ ঘটনায় তিনটি নন এফআইআর মামলা দায়ের হয়েছে।
আসামিরা হচ্ছে, মোঃ আতিয়ার সানা (৪৫), মোঃ নয়ন খাঁ (৪০), মোঃ হোসাইন সরদার (১৮), মোঃ ইসমাইল খান (১৮), মোঃ ইকরামুল গাজী (২৪), মোঃ আমিরুল গাজী (৪৮) এবং মোঃ শাহিনুর গাজী (২২)। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত