
জন্মভূমি রিপোর্ট : মা ইলিশ সংরক্ষনে গত ১৩ অক্টোবর থেকে ইলিশ শিকার, বহন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খুলনার বিভিন্ন নদ-নদীতে অসাধু জেলেদের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তর এবং প্রশাসনের বিভিন্ন বাহিনির সদস্যরা অভিযান চালাচ্ছেন। রোববার দুপুরে আতাই নদী হতে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ হয়েছে। কিন্তু কেউ গ্রেফতার হয়নি, কোনো নৌকাও আটক হয়নি। খুলনা সদও নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবুল আক্তার দৈনিক জন্মভূমিকে বলেন, নৌ পুলিশ এবং জেলা মৎস্য অধিদপ্তর কর্তৃপক্ষ দুপুর ১২ টা থেকে ভৈরব ও আতাই নদীতে অভিযান শুরু করেন। দুপুর ৩ টা পর্যন্ত চলা অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জেলেরা নদীতে জাল পেতে রেখে ডাঙ্গায় বসে পাহারা দিচ্ছিলেন। তাই তাদেরকে গ্রেফতার, কিংবা তাদের ব্যবহৃত নৌকা আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ভষ্মিভূত করা হয়েছে।

