শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা
লবনাক্ত উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে কপোতাক্ষ নদীর চরে ভূমিহীনদের জন্য (আশ্রয়ন প্রকল্প-২) গুচ্ছ গ্রামে গড়ে উঠেছে সবুজের সমারহ। ঘরে বসবাস আর আঙিনায় সবজি চাষ ও ফলাদি বৃক্ষে গড়ে তুলেছে সবুজায়ন। আঙিনায় মৌসুম ভিত্তিক সবজি চাষে মিটছে পরিবারের চাহিদা। সেই সাথে অনেকে স্থানীয় বাজারে সবজি বিক্রি করে আর্থিক ভাবে হচ্ছে স্বচ্ছলতা।
তবে তাদের অভিযোগ অপরিকল্পীত ভাবে কপোতাক্ষ নদীর চরে গুচ্ছ গ্রাম তৈরি করায় জোয়ারের পানিতে প্লাবিত হয়ে প্রতিনিয়ত নষ্ট হয় তাদের সবজি বাগান। গুচ্ছ গ্রামের বাসিন্দাদের দাবি স্থানীয় প্রশাসন বাউন্ডারি বাঁধ নির্মাণ করে লোনা পানি আটকিয়ে, কৃষি অফিস সহযোগিতা দিলে সবজি চাষ করে স্বাবলম্বী হবেন তারা।
গুচ্ছ গ্রামের বাসিন্দা মোছাঃ ছালেহা খাতুন তিন বছর ধরে গুচ্ছ গ্রামে বসবাস করছেন। পরিবার আর্থিক ভাবে অস্বচ্ছ থাকায় বাড়ির আঙিনায় মৌসুম ভিত্তিক সবজি চাষ শুরু করেন। তিন সদস্যের খাবারের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে সবজি বিক্রি করে আর্থিক ভাবে স্বচ্ছলতা ফিরেছে তার। সেই সাথে বিভিন্ন জাতের ফলাদি গাছ ও লাগিয়েছেন।
ময়না বিবি বলেন, তিনি ভেন্ডি, পল্লা, ঝিঙে, করলা, কচুর মুখি ও পুঁইশাক লাগিয়েছিলেন। মৌসুম ভিত্তিক সবজি চাষ করে চার সদস্য পরিবারের চাহিদা মিটান। কিন্তু অপরিকল্পিত ভাবে নদীর চরে গুচ্ছ গ্রাম তৈরি করায় জোয়ারের পানি প্রবেশ করে তার সবজি বাগান মারা যাচ্ছে।
স্বামী পরিতাক্তা তহমিনা বিবি, দুই বছর গুচ্ছ গ্রামে বাসবাস করেন। অন্যের বাড়িতে কাজ করে চলে তার সংসার। অবসর সময়ে সবজি চাষ করে এক সদস্য পরিবারে মৌসুম ভিত্তিক সবজি লাগিয়ে তার নিজের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে আর্থিক ভাবে সচ্ছল হয়েছেন। তবে তার দাবি কৃষি অফিসের সহযোগিতা পেলে আর্থিক ভাবে আরো লাভোবান হবেন।
লাভলি পারভিন তিন বছর ধরে গুচ্ছ গ্রামে বসবাস করেন। চার সদস্যের পরিবারে ভ্যান চালক স্বামীর সংসার চালানো অনেক কঠিন হয়ে যায়। তিনি বাড়ির আঙিনায় ভেন্ডি, কচু, ঝিঙে,লাউ লাগিয়েছে। তার আঙিনায় লাগানো সবজি থেকে বছরের সবজি কেনা লাগেনা।
দিন মজুর আরাফাত হোসেন তিন বছর ধরে গুচ্ছ গ্রামে বসবাস করেন। তিনি দুই বছর তার বাড়ির আঙিনায় মৌসুম ভিত্তিক সবজি চাষ করে পরিবারের দশ সদস্যের বছরের সবজির চাহিদা মেটান। সেই সাথে ফলাদি বৃক্ষ লাগিয়েছেন । অনেক ফলাদি বৃক্ষ থেকে ফলও পাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, কৃষি অফিসের মাধ্যমে গুচ্ছ গ্রামের বাসিন্দাদের বাড়ির আঙিনায় পুষ্টি বাগান প্রকল্পের আওতায় বিনা মূল্যে বীজ দিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাবস্থা করা হবে। তিনি আর বলেন লোনা পানিতে যাতে তাদের সবজি বাগান নষ্ট না হয় সে জন্য টিয়ার কাবিখা প্রকল্প দিয়ে বাউন্ডারি বাঁধ নির্মাণ করা হবে।