খুলনার খালিশপুরের মুজগুন্নী এলাকায় ক্রয়কৃত সম্পত্তি বেদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রায়েরমহলের বাসিন্দা আসলাম শেখ। রবিবার বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, মুজগুন্নী উত্তরপাড়া এলাকার বাসিন্দা গোলাম মাহমুদ নবী ও রোকসানা পারভীন কলি গং ঐ এলাকার ০.৪৮০ একর জমি বেদখল করে রেখেছেন। পাশাপাশি আসলাম শেখকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে তারা। ইতিমধ্যে গত ২৩ মার্চ আসলাম শেখের ভাইপো ও শ্রমিকদের মেরে গুরুতর আহত করেছেনও তারা। এতেও তারা ক্ষান্ত হননি অর্থের বিনিময়ে অপসাংবাদিক দিয়ে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা নিউজ করেছেন। অথচ এই বিষয়ে গত বছর ২০২১ সালে খালিশপুর থানায় আসলাম শেখের লিখিত অভিযোগের ভিত্তিতে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণমান্য ব্যাক্তিরা দলিল পত্র নিয়ে বসে আসলাম শেখের পক্ষে রায় দেন। তারপরও গোলাম মাহমুদ নবী ও রোকসানা পারভীন কলি গংরা জমি বেদখল করে রাখেন। থানার বিচার মানেন না বলে। পরবর্তীতে নিরুপায় হয়ে আসলাম আদালতের সরানাপন্ন হন। আদালতের নির্দেশে খালিশপুর থানার এএসআই অলিপ ঘোষ তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে স্থিতিবস্থা জারির সুপারিশ করেন। আদালত স্থিতিবস্থা জরি করে গত বছরের অক্টোবর মাসে। গত ২৭ মার্চ আদালতের নির্দেশের আগে জমিতে রাখা আসলাম শেখের তিন হাজার ইট তার ভাইপো ও শ্রমিকেরা আনতে গেলে তাদের ১৫ থেকে ২০ জন মিলে হামলা করে গুরুতর আহত করে। সংবাদ সম্মেলনে আসলাম শেখ আরো বলেন, ২০২১ সালের জুলাই মাসের ০৩ তারীখে মুজগুন্নি এলাকার খুরশিদ আলম, মকছেদ আলম, মনজিলা খাতুন এর নিকট থেকে ওয়ারেস সূত্রে পাওয়া তাদের ০.৪৮০ একর জমি ক্রয় করেন তিনি। ৭৫ লাখ টাকা জমির মূল্য নির্ধারন করে ৬৫ লাখ টাকা নগদ ও ১০ লাখ টাকা বাকি রেখে নিজের নামে পাওয়ার অব এটর্নি করেন আসলাম শেখ। কিন্তু তারপর থেকেই অবৈধভাবে, কোন প্রকার দালিলিক প্রমান ছারা গোলাম মাহমুদ নবী ডলার ও রোকসানা পারভীন কলি গং তাদের জমি বেদখল করে রেখেছেন। এবং আসলাম শেখ ও তার পরিবারের সদস্যদের জীবন নাশ ও সম্পদ ক্ষয়ের হুমকি দিচ্ছেন। এমত অবস্থায় নিরুপায় হয়ে আসলাম শেখ রবিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীল বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, শেখ পারভেজ, মকছেদ আলম প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত