
হারুন-অর-রশীদ : ঈদ উল আযহা সমাগত। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে খুলনার গ্রামীণ জনপদের ১লাখ ৪৬হাজার ১৩৮টি দু:স্থ মানুষ পচ্ছেন ১হাজার ৪৬১ মেট্রিকটন ৩৮ কেজি চাল। জেলায় ৬৮টি ইউনিয়নে ভিজিএফ কার্ডের আওতায় এই চাল বরাদ্দ দেয়া হয়েছে। জন প্রতি ১০কেজি করে চাল পাচ্ছেন। অসহায় ও দু:স্থদের মুখে হাসি ফুটছে। ইতোমধ্যে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
খুলনা জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্র জানিয়েছে, জেলার ৯উপজেলার মধ্যে বটিয়াঘাটা উপজেলায় ৭টি ইউনিয়নে ১৩০৭৮টি উপকারভোগীদের কার্ডের বিপরিতে ১৩০মেট্রিক ৭৮০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। দাকোপ উপজেলায় ৯টি ইউনিয়নে ১০৫৩৭টি কার্ডের বিপরিতে ১০৫মেট্রিকটন ৩৭০কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। ডুমুরিয়া উপজেলায় ১৪টি ইউনিয়নে ২৬,১৩৬টি কার্ডের বিপরিতে ২৬১মেট্রিকটন ৩৬০কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। দিঘলিয়া উপজেলায় ৬টি ইউনিয়নে ১৩,১৬৭টি কার্ডের বিপরিতে ১৩১মেট্রিকটন ৬৭০কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। কয়রা উপজেলায় ৭টি ইউনিয়নে ১৭,৯৫১টি কার্ডের বিপরিতে ১৭৯মেট্রিকটন ৫১০কেজি চাল পাচ্ছেন। পাইকগাছা উপজেলায় ১০টি ইউনিয়নে ২১,৫৮৯টি কার্ডের বিপরিতে ২১৫মেট্রিকটন ৮৯০কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। ফুলতলা উপজেলায় ৪টি ইউনিয়নে ১১,৮৭৫টি কার্ডের বিপরিতে ১১৮মেট্রিকটন ৭৫০কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। রূপসা উপজেলায় ৫টি ইউনিয়নে ১৪,০৩৬টি কার্ডের বিপরিতে ১৪০মেট্রিকটন ৩৬০কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। তেরখাদা উপজেলায় ৬টি ইউনিয়নে ১০,০৬৭টি কার্ডের বিপরিতে ১০০মেট্রিকটন ৬৭০কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। পাইকগাছা পৌরসভায় ৪৬,২১০ কার্ডের বিপরিতে ৪৬২১ মেট্রিকটন এবং চালনা পৌরসভায় ৩,০৮১টি কার্ডের বিপরিতে ৩০৮১মেট্রিকটন বরাদ্দ দেয়া হয়েছে।
খুলনা জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, জন প্রতি ১০ কেজি করে চাল পাচ্ছেন। ইতো মধ্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এতে অসহায় ও গরীব মানুষের উপকার হবে।