জন্মভূমি রিপোর্ট : খুলনার চিহিৃত মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী, দাগী সন্ত্রাসী ও কিশোরগ্যাং লিডার ওমর ফারুক অপুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে নগরীর রূপসা স্ট্যান্ড রোডের দাদা ম্যাচ ফ্যাক্টরীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত এঘটনায় মামলা হয়েছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, খুলনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে খুলনা সদর থানার কিশোর গ্যাং আশিক গ্রুপের সক্রিয় একজন সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দাদাম্যাচ ফ্যাক্টরীর সামনে থেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কিশোর গ্যাং আশিক গ্রুপের সক্রিয় সদস্য ওমর ফারুক অপু(২৭) কে গ্রেফতার করা হয়। সে নগরীর চানমারি এ্যাপ্রোচ রোডের ওহিদুল ইসলামের ছেলে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত