জন্মভূমি রিপোর্ট : খুলনার কালিবাড়ি রোডের বিশিষ্ট ব্যবসায়ী ও পদ্মা সল্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবু মনসুর চৌধুরী ও তার পুত্র সাবেক পরিচালক সাঈদ বিন মনসুর চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর নগরীর ৪টি মসজিদে পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এর আয়োজন করা হয়।
নগরীর হেলাতলা মসজিদ, ডেলটাঘাট জাকেরিন মসজিদ, পানসী জামে মসজিদ ও গগণ বাবু রোডস্থ বেলাল (র:) জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী সালেহ বিন মনসুর চৌধুরী, জেনালের ম্যানেজার আলহাজ¦ মো. লোকমান মিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা আলহাজ¦ আব্দুর রহিম মোল্লা, সিএ তালিম মো. রোকন, সহকারি ম্যানেজার মো. আল আমিন ও মো. শুকুর আলীসহ এলাকার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। এই দু’ ব্যবসায়ীর রুহের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হেলাতলা মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা হুসাইন আহমেদ ও ডেলটাঘাট জাকেরিন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলামসহ স্ব-স্ব মসজিদের ইমাম ও খতিবগণ।