
জন্মভূমি ডেস্ক : খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদায়ন করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব ড. ফারুক আহম্মদকে খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আসিব আহসানকে সিলেট বিভাগের বিভাগীয় অতিরিক্ত কমিশনার এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে উপসচিব মোহাম্মদ মোহাম্মদ আজিজুর রহমানকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় অতিরিক্ত কমিশনার করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।