জন্মভূমি রিপোর্ট
খুলনার নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী যোগদান করেছেন। রবিবার ৩জুলাই তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। ফলে খুলনা বিভাগীয় কমিশনার হিসেবে তিনি সদ্য খাদ্য মন্ত্রলালয়ের সচিব হিসেবে নিয়োগ পাওয়া মো: ইসমাইল হোসেন এসডিসির স্থলাভিষিক্ত হলেন।
বি.সি.এস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচে নিয়োগ পাওয়া মোঃ জিল্লুর রহমান চৌধুরী চাকুরি জীবনের শুরুতে ১৯৯৪ সালের ৪ এপ্রিল লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি নীলফামারি জেলার জলঢাকা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), সিলেট জেলার জৈন্তাপুর ও ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এবং ঢাকা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। পরবর্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এবং লক্ষীপুর ও চট্টগ্রাম জেলার প্রশাসক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
মোঃ জিল্লুর রহমান চৌধুরী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে যুগ্মসচিব এবং মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি রবিবার খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত