খুলনায় দুর্বৃত্তের গুলিতে মামুন অর রশিদ ওরফে বাবু (৩৮) নামের এক যুবককে গুলি করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পূর্ব রূপসার মীনা বাড়ি মোড়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত যুবক খুলনা সদর থানাধীন নতুন বাজার এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ি বলে প্রাথমিকভাবে জানাগেছে।
জানতে চাইলে রূপসা থানার এসআই আশরাফুল আলম জানান, আহত যুবক পেশায় একজন মাছ ব্যাবসায়ী। ঘটনার সময়ে তিনি পূর্ব রূপসার মীনা বাড়ির সামনে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দ্যেশ্যে গুলি করে। গুলি তার বাম কাঁধে বিদ্ধ হয়। স্থানীয়রা শব্দ শুনে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কি কারনে গুলি করা হয়েছে তা খুঁজে বের করা হচ্ছে বলে তিনি জানান। ঘটনার পর ওই এলাকায় আতংক বিরাজ করছে।

