জন্মভূমি ডেস্ক : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনের কর্মকর্তারা।
মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে দশটায় খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মতবিনিময় সভা শুরু হয়েছে। চলবে কয়েক ঘণ্টা।
খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি আছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।
এছাড়া সভায় খুলনা জেলা প্রশাসক ইয়াসির আরিফীন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাসুদুর রহমান ভূইয়া, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মঈনুল হক, জেলাবপুলিশ সুপার মাহবুব হাসান প্রমুখ উপস্থিত আছেন।
মতবিনিময় সভায় খুলনার মতবিনিময় সভায় ১৮০ জন প্রার্থী অংশ নিয়েছেন বলে জানা গেছে।
আগামী ১২ জুন খুলনা সিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে খুলনা সিটি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত