এম সাইফুল ইসলাম, খুলনা
খুলনার ফুলতলা উপজেলার আইয়ান এগ্রো ফার্মে ৩০ মন ওজনের একটি গরুর নাম রাখা হয়েছে মেসি।ঈদকে সামনে রেখে দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। যা শেষ মুহুর্তে এসে ঈদের আগের দিন বিক্রয় হয়। অশ্রুসিক্ত বিদায় হয় অবলা এ প্রাণীর।
২০২১ সালে আইয়ান এগ্রো ফার্ম এন্ড ডেইরি ফার্মের চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন ভূঁইয়া তার পছন্দের খেলোয়াড়ের নামে এ গরুটির নাম রাখেন মেসি।
সাদা- কালো রঙের গরুটি উচ্চতা প্রায় সাড়ে ৫ ফুট। প্রতিদিন মেসির খাদ্য তালিকায় রয়েছে ভূসি, সবুজ ঘাস ও খড়। এই গরুটি ২০২২ সালে সবচেয়ে বড় গরু ছিল এই খামারের। যা ২০২৪ সালে এসে কোরবানির হাটে আট লক্ষ টাকায় বিক্রি হয়। তবে পছন্দের এ গরু বিক্রিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন কর্মকর্তা ও কর্মচারীরা।আইয়ান এগ্রো ফার্ম এন্ড ডেইরি ফার্মটি স্থানীয় ভাবে খুলনার কোরবানির পশুর চাহিদা পূরণ করে আসছে । প্রতি বারের মতো এবারও এই ফার্মটিতে বাহারি নামের গরু ছিলো। বিক্রি হয়েছে প্রায় দেড় শতাধিক।
২০২০ সালে সাড়ে এগার একর জমির ওপর একটি গরুর খামার গড়ে তুলেন মোঃ জহির উদ্দিন ভূঁইয়া।প্রাথমিকভাবে ৮-১০ টি গরু শুরু করেন এ ফার্ম । বর্তমানে এখানে পশু রয়েছে চার শতাধিক।
আইয়ান এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের ম্যানেজার আরিফুল ইসলাম রাজা বলেন, এবারের কোরবানির ঈদের দেড় শতাধিক পশু বিক্রি হয়েছে। টার্গেটকৃত বিক্রির ৯০ শতাংশ বিক্রি হয়ে গেছে।