বিজ্ঞপ্তি
খুলনা সুবিধাবঞ্চিতদের ফ্রি স্বাস্থ্য সেবা দিতে কাজ করছে ‘ স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতাল’। অনলাইনে চিকিৎসকের ভিডিওকলে কথা বলার জন্য সংগঠনটি স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতাল চালু করেছে।
সংগঠনটির উদ্যোগে শনিবার দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের রেলওয়ে এলাকার গ্রীনল্যান্ড বস্তিতে সকাল সাড়ে দশটায় মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন গাজি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক পরিষদের সহ সভাপতি ডাঃ সাইফুজ্জামান জিয়ন।
বিনামূল্য চিকিৎসা সেবা ক্যাম্পের সভাপতিত্ব করেন স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতালের পরিচালক এম সাইফুল ইসলাম। পরিচালনা করেন সহ পরিচালক মুন্নি আক্তার।
এ সময় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সোনালি দিন প্রতিবন্ধি সংস্থার সাধারণ সম্পাদক ইশরাত আরা হীরা, কৃষœা দাশ, ইউটিউবার সুরন্জিত গাইন, দিতী বিশ্বাস, মো: হৃদয়, মো ইমরান হোসাইন, ২১ নম্বর ওয়ার্ড আইন ও সালিশ কেন্দ্রর সভাপতি মো: লাল মিয়া, ২১ নম্বর ওয়ার্ড নারী নেত্রী হাফিজা আক্তার ।
বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে বক্তারা বলেন, খুলনার বস্তিবাসিদের শতভাগ স্বাস্থ্য সেবার আওতায় আনতে হবে। সুবিধাবঞ্চিত কোন মানুষ-ই স্বাস্থ্যসেবার বাইওে না থাকতে পাওে, কার্যকরি এ উদ্যোগটি-ই নিয়েছেন স্বপ্নপূরী। এ উদ্যোগের সাথে সমাজের সর্বস্তরের মানুষের স্বত্বস্ফুর্ত এগিয়ে আসা উচিত।
উল্লেখ্য স্বপ্নপূরী ডিজিটাল হাসপাতাল এর মাধ্যমে রোগীরা নিজ বাসা থেকে খুব সহজেই ডাক্তারের পরামর্শ পাবেন। চিকিৎসা পরামর্শ ছাড়াও ডিজিটাল প্রেসক্রিপশন, ওষুধ ডেলিভারি, বাসা থেকে স্যাম্পল সংগ্রহ করে মেডিকেল টেস্টের সুযোগ পাওয়া যাবে ডিজিটাল হসপিটালের হেল্থ পার্টনারদের মাধ্যমে। এছাড়া এর আগে এ সংগঠনটি সুবিধাবঞ্চিতদের নিয়ে একটি পথশিশু স্কুল পরিচালনা করতো।Copy LinkFacebookMessengerTwitterEmailShare
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত