
জন্মভূমি রিপোর্ট : মাদক কারবারী, সেবনকারী এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, ইভটিজিং ও বাল্য বিবাহ বন্ধসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ হতে নয় উপজেলার ৬৮ ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা তৈরির কার্যক্রম চলছে। বৈঠকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্য-মান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছেন। প্রত্যেক ইউনিয়নকে একটা করে বিট হিসেবে নির্ধারণ করে পুলিশিং কমিটি গঠন করা হচ্ছে। কমিটির সদস্যদের অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানানো হচ্ছে।
গত বৃহস্পতিবার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নে, শুক্রবার আইচগাতী ইউনিয়নে এবং শনিবার টি এস বাহিরদিয়া ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক ইউনিয়নে ৯ টি করে ওয়ার্ড রয়েছে। উপজেলার অন্য ইউনিয়ন সমূহে পর্যায়ক্রমে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানিয়েছেন।
খুলনা জেলার অতিঃ পুলিশ সুপার সুশান্ত সরকার-পিপিএম (অপরাধ) দৈনিক জন্মভূমিকে বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিতভাবে এ কার্যক্রম চলমান রয়েছে। তবে, গত মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্খিত উন্নয়ন না ঘটনায় চলতি মাসে উঠান বৈঠকের মাধ্যমে অপরাধীদের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম বেগবান করা হয়েছে।