
বিজ্ঞপ্তি : খুলনাস্থ গাবুরাবাসীকে নিয়ে গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপ-প্রধান উপদেষ্টা জি এম মহিউদ্দিনের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন আব্দুল জব্বার মোল্লা এবং উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, আব্দুর রাজ্জাক, এম মিজানুর রহমান, এস কে রফিকুল ইসলাম, মাসুদ রানা, ইঞ্জিনিয়ার মহাসিন হোসেন, মো: খালিদ হোসেন, ড. আব্দুল মান্নান, আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আসাফুর রহমান কাজল, ডা: আশফাকুর রহমান, শরিফুল ইসলাম, গাজী আব্দুল কাদের, সালাউদ্দিন সান্নু, জিএম তারিকুজ্জামান, ওসমান গনি পরশ, আবুল হোসেন বাবু, মো: আফজাল হোসেন, খায়রুল আলমসহ সংগঠনের সাবেক, বর্তমান, কেন্দ্রীয় ও বিভিন্ন অঞ্চলের সদস্যবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুর রউফ। ইফতার মাহফিলে গাবুরা ইউনিয়নের তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।