জন্মভূমি রিপোর্ট
খুলনার একনালা বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ রাজিব হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে তাকে দিঘলিয়া উপজেলার দেয়াড়া এলাকার কলোনী থেকে আটক করা হয়।
সে নগরীর খানজাহান আলী থানা এলাকার যোগীপোল গ্রামের সুলতান সর্দারের ছেলে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী বলেন, রাজিব দীর্ঘদিন ধরে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে বসবাস করে আসছে। চার মাস পূর্বে দেয়াড়া এলাকার ওই কলোনীর এক ঘর ভাড়া নিয়ে বসবাস করছে।
তিনি আরও জানান, সোর্স মারফত জানা গেছে সে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। এ সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে তার ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের পাশে রাখ ব্যাগের ভেতর থেকে একনালা একটি বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। থানায় এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার স্বীকারোক্তি মোতাবেক আরও একজনকে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত