জন্মভূমি রিপোর্ট
মঙ্গলবার সকাল ১০টায় খুলনার হোটেল সিটি ইনএ দুই দিন ব্যাপী ‘ভারতীয় শিক্ষা মেলা’র উদ্বোধন করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন। মেলায় ভারতের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্টল শোভা পায়। বিশ্ববিদ্যালয় থেকে উচ্ছ শিক্ষা গ্রহণে ইচ্ছুক খুলনার শিক্ষার্থীদের মেলায় ভিড় জমাতে দেখা গেছে।
মেলার উদ্বোধনী দিনে ইন্ডিয়ান এডুকেশন ফেয়ারে কথা হয় মৌমিতার সাথে। ২০২১ এ উচ্চ মাধ্যমিক পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে মৌমিতা বাছাড়। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাশও করেছে। এখন বিদ্যালয় থেকে নির্দেশনা আসার অপেক্ষায় আছেন। এরই মাঝে খুলনায় অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান এডুকেশন ফেয়ার’ এ ঘুরে ঘুরে ভারতের কয়েকটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। মৌমিতার ইচ্ছে যে কোন মুল্যে একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করা। মৌমিতার আর এক বোন মেডিকেল স্টুন্ডেন্ট। বাবা নেই। তবে সেবিকা মায়ের চাপ রয়েছে মেডিকেল পড়ার জন্য। তবে সিদ্ধান্তে অনড় মৌমিতা। তাকে প্রকৌশলী হতেই হবে। বড় হয়ে নতুন কিছু আবিস্কার করার ইচ্ছে। আর এ জন্য দেশী বা বিদেশী কোন ভালো বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে গ্রাজুয়েশন করতে হবে।
শুধু মৌমিতাই নয়, মো: মেহেদী হাসান, মো: মোস্তাফির রহমান, সাব্বির আহমেদ, ফারহিনসহ অনেকেই এডুকেশন ফেয়ারে এসে আগ্রহভরে খোঁজ নিচ্ছেন নাম করা বিশ্ববিদ্যালয় ও ভালো সাবজেক্ট সম্পর্কে। মেলায় ভারতের বিভিন্ন প্রদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় অংশ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে জেআইএস গ্রæপ কোলকাতা, জাইন ইউনিভার্সিটি ব্যাঙ্গোল, বিশ্বকর্মা ইউনিভার্সিটি পুনে, আইইএম ও ইউইএম গ্রæপ কোলকাতা এবং জয়পুর, গুলজার গ্রæপ অব ইন্সটিটিউশন পাঞ্জাব, আসাম ডাউন টাউন ইউনিভার্সিটি আসাম, ওম স্টারলিং ইউনিভার্সিটি হরিয়ানা, মানব রচনা ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটি দিল্লি এসসিআর উল্লেখ যোগ্য। এসব ইউনিভার্সিটির প্রতিনিধিরা ভারতে পড়তে ইচ্ছুকি মেলায় আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধা সম্পর্কে অবহিত করছেন। বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ ও পছন্দের বিষয়ে ভর্তি সংক্রান্ত সার্বিক তথ্য ভারতের নাম করা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি জানানো হচ্ছে। এছাড়াও উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্কলারশীপ প্রাপ্তিতে করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করছেন। বিদেশি শিক্ষার্থীরা যাতে ভারতে অল্প খরচে পড়াশোনা শেষ করতে পারেন সে বিষয়টিও তুলে ধরা হচ্ছে। আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা চাইলে ভারতকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিতে পারে এমনটাই মনে করছেন অনেকেই।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য এই মেলা উম্মুক্ত থাকবে। এর আগে আয়োজক প্রতিষ্ঠান সেপ ইভেন্ট এন্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর সঞ্জয় থাপা ও মেলার সমন্বয়কারী খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু আগত অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
খুলনায় ‘ইন্ডিয়ান এডুকেশন ফেয়ার’ উদ্বোধন
Leave a comment