জন্মভূমি রিপোর্ট
খুলনা জেলায় গত ২৪ ঘন্টায় ২১১ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। এসময়ে তিন হাসপাতালে মৃত্যু হয়েছে ১১ জনের। কঠোর লকডাউনের তিনদিনে খুলনায় মোট মৃত্যু ৩২ জনের আর শনাক্ত হলেন মোট ৫৫৭ জন। গত ১লা জুলাই মৃত্যু হয় ১০ জনের শনাক্ত হয় ২৬০ জন, ২ জুলাই মৃত্যু হয় ১১ জনের শনাক্ত ২২৩ জন আর গতকাল ৩ জুলাই মৃত্যু ১১ জনের শনাক্ত ৯৯ জন।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন, নগরীরর ফুলবাড়িগেটের আনোয়ারা খাতুন (৩১), খুলনার সোনাডাঙ্গা এলাকার নাজমা বেগম (৪৪), রূপসার নুরইসলাম (৬৬), ডুমুরিয়ার মোশারেফ হোসেন (৬৩), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সূবর্ণা (৫৫) ও যশোর জেলা সদরের শরিফুল ইসলাম (৪২)। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এতথ্য নিশ্চিত করেন। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২১৩ জন। যার মধ্যে রেড জোনে ১১৩ জন, ইয়ালো জোনে ৬০ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন।
খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় যশোরের বারান্দিপাড়ার আলেয়া বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন আছেন ৭০ জন।
গত ২৪ ঘন্টায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চার জনের মৃত্যু হয়। তারা হলেন, খুলনা মহানগরীর দারুসসালাম মসজিদ এলাকার মানসুরা বেগম (৫৩), ফুলতলার বিবেক কুন্ডু (৫৩), রূপসার রহিমনগর এলাকার আব্দুল মান্নান সরদার (৬০) ও বাগেরহাটের চিতলমারী উপজেলার আওয়াল শিকদার (৭০)। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ১০৯ জন। এর মধ্যে আইসিইউতে ৯ জন ও এইচডিইউতে আছেন ১০ জন। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত