প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২২, ৮:২০ পি.এম
খুলনায় নতুন বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান
![]()
জন্মভূমি রিপোর্ট
মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরীকে খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে ওই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার (২১ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আলাদা প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরীকে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মিজানুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া