প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২২, ১২:৩০ পি.এম
খুলনায় বামদলের হরতাল সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে আটক ৬
![]()
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক জোটের অর্ধদিবস ডাকা হরতালে খুলনায় বামজোটের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।সোমবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে মহানগরীর গোলকমনি পার্কের সামনের সড়ক থেকে হরতাল সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদ জেলা আহবায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবির মহানগর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, সিপিবির নিরোজ রায়, মো. রাসেল ও কিংসুক।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বামজোটের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে আসা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া