জন্মভূমি রিপোর্ট
খুলনার ফুলতলা উপেজলায় পদ্মা লবন ফ্যাক্টরীর সামনে অবস্থিত যশোর-খুলনা মহাসড়কের তল থেকে মাটি খুড়ে বালুর পাইপ ঢোকানোর চেষ্টা করেন দামোদর গ্রামের মরহুম আবুল কাশেম সরদারের পূত্র ব্যবসায়ী কবির সরদার। বিষয়টি এলাকাবাসি খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবগত করেন। ফলে সওজ এর সহকারি প্রকৌশলি বিশ্বাস শরীফুল ইসলামকে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং সত্যতা পান। ওই সহকারি প্রকৌশলীর আগমনে কবির সরদারের শ্রমিকরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ বিষয় সওজের সহকারী প্রকৌশলী ফুলতলা থানায় একটি সাধারন ডায়রী করেন। যার জিডি নং- ৮৬৬। তারিখ : ২২-৯-২০২১।
জানাযায়, গত ২/৩ ধরে বালু ব্যবসায়ী কবির সরদার যশোর খুলনা মহাসড়কের দুই পাশে পাইপ ঢুকানোর বা বোরিং করার জন্য মাটি খুড়ে আসছিল। তার এই ধরনের অপরাধমূলক কর্মকা-ের জন্য ফুলতলায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মাঝে নিন্দার ঝড় উঠেছে। তাছাড়া সাধারন মানুষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কবির সরদারের বিরুদ্ধে।
খুলনায় মহাসড়ক খুড়ে বালুর পাইপ ঢোকানোর চেষ্টা
Leave a comment