
জন্মভূমি রিপোর্ট
তীব্র তাপদাহের পর অবশেষে খুলনায় বৃষ্টি নেমেছে। প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। যেন কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমের মাঝে শীতলতার পরশ বুলিয়ে দিলো বৈশাখের ঝড়ো বৃষ্টি।
শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে খুলনায় বৈশাখী ঝড় শুরু হয়। কিছুক্ষণ হালকা ও মাঝারি ঝড়ো বাতাসের পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে।
পবিত্র রমজান মাসে রোজাদারদের বেশ বেগ পোহাতে হয়েছে গরমে। গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে নাভিশ্বাস চরমে ছিল খুলনাবাসীর। হঠাৎ বৃষ্টিতে সেই হাঁসফাঁস থেকে স্বস্তি মিলেছে।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, খুলনায় বৈশাখের প্রথম কালবৈশাখী ঝড় হয়েছে। যার গতিবেগ ছিল ৪০ কিলোমিটার ।