
বিজ্ঞপ্তি : বিভাগীয় যৌথ মূলধন কোম্পানী ও ফার্ম সমূহের অধিদপ্তরের এক্সামিনার অব অ্যাকান্টস মোঃ ফজলুর রহমান সহকারী নিবন্ধক পদে পদোন্নতি ও বিভাগীয় দায়ীত্ব গ্রহণ করায় খুলনা আরজেএসসি প্রাকটিশনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার বিকেল ৪টায় আরজেএসসি কার্যালয়ে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ ফজলুর রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাড. শেখ শারাফাত হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিমল সাহা। এ সময় উপস্থিত ছিলেন আরজেএসসি খুলনার পরিদর্শক আফরোজা খানম, অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আব্দুর রহমান, কার্যকরী সদস্য এসএমজি নেওয়াজ, শরিফুল ইসলাম, ইয়াছিন আরাফাত, অমিত সাহা প্রমুখ।