জন্মভূমি রিপোর্ট : খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত একুশে বই মেলায় গত ১৮ দিনে ৯০ স্টলে বিক্রি হয়েছে প্রায় কোটি টাকার উর্ধে। এ বিক্রির হার বাকী দিন গুলোতে আরও বৃদ্ধি পাবে বলে বিক্রেতারা মনে করছেন। মেলায় উপস্থিত স্টল মালিকদের দাবীর প্রেক্ষিতে সময় এক দিন বৃদ্ধি করা হতে পারে।
বই মেলার বিভিন্ন স্টল মালিকদের সাথে আলাপ করে জানা যায়, ছুটির দিন গুলোতে বিক্রির পরিমাণ কোন কোন স্টলে অন্যান্য দিনের তুলনায় তিন গুনেরও বেশী হয়। অন্য দিন গুলোতে ১০/১২ হাজার আবার কারও ৫/৬ হাজার টাকার বই বিক্রি হয়। খোঁজ নিয়ে জানা গেছে গড়ে প্রতি দিন সাত হাজার টাকার বই প্রতি স্টলে বিক্রি হচ্ছে। তবে স্টল মালিকদের অভিযোগ কর্তৃপক্ষ প্রচার প্রচারণা যথাযথ ভাবে না করায় বিক্রির পরিমাণ তুলনা মূলক ভাবে কম রয়েছে। রবিবার সন্ধ্যায় কথা হয় কমার্স বুক ডিপোর বিক্রেতা তাজুল ইসলামের সাথে। তিনি বলেন প্রতি দিন তার গড়ে ৫/৬ হাজার টাকার বই বিক্রি হয়। বর্ণ প্রকাশনীর বিক্রেতা তুরান বলেন, তার গড়ে ৭/৮ হাজার টাকার বই বিক্রি হচ্ছে। আলফা বুক হাউজের মালিক মনোজ কুমার দে বলেন তার গড়ে ২৫/৩০ হাজার টাকার বই প্রতি দিন বিক্রি হয়।
গতকাল বিকেলে বইমেলার মঞ্চে ‘কলেজিয়েট স্কুল, সোনাডাঙ্গা, খুলনা’র ছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানমালার সূচনা হয়। পরবর্তীতে ছিল সাহিত্য সংগঠন ‘জাতীয় কবিতা পরিষদ’ এর কবি ও আবৃত্তি শিল্পীদের সাহিত্য আড্ডা এবং আবৃত্তি সংগঠন ‘এবং আবৃত্তি’ এর বাচিক শিল্পীদের পরিবেশনা। পরবর্তীতে যথাক্রমে ‘নজরুল সংগীত শিল্পী পরিষদ’ ‘উৎসব একাডেমী’ এবং ‘নীলাঞ্জনা, খুলনা’র শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেলিম মাহবুব এবং শাহানাজ সুলতানা।