
ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকারি সাধারণ ছুটি উপেক্ষা করে ওয়াসার উপ-মহাব্যবস্থাপক ঝুমুর বালা অন্যান্য কর্মকর্তাদের নিয়ে দাপ্তরিক কাজ করা ও এঘটনার সংবাদ সংগ্রহে গেলে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রাজু হালদারকে অবরুদ্ধ ও ক্যামেরা ভাঙচুরের চেষ্টার ঘটনার প্রতিবাদ জানিয়েছে খুলনার ওয়াসা কর্মচারী ইউনিয়ন।
তারা সরকারি ছুটির দিনে ঝুমুর বালার দাপ্তরিক কাজ সম্পন্নকে ফ্যাসিস্টের উত্তরসুরী মন্তব্য করে রাষ্ট্রের সিদ্ধান্তকে উপেক্ষা রাষ্ট্রদ্রোহের শামিল বলে আখ্যা দেন। এঘটনার প্রতিবাদের সকালে ওয়াসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কর্মচারীরা বিক্ষোভ ও সারাদিন কর্মবিরতি পালন করেন।
এসময় শ্রমিক ইউনিয়নের নেতাকমীরা বলেন, উপ-মহাব্যবস্থাপকের এমন কর্মকান্ডকে কোনভাবেই মেনে নেওয়া যায় না। তারা বলেন, যেখানে গোটা দেশ খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ তখন ঝুমুর বালা সরকারি সিদ্ধান্ত অমান্য করে অন্যান্য কর্মকর্তাদের নিয়ে দাপ্তরিক কাজ প্রমাণ রাষ্ট্রকে উপেক্ষা করা। বক্তারা একাত্তরের সাংবাদিক রাজু হাওলাদারের ওপর হামলা ও তাকে অবরুদ্ধ করে রাখাকে স্বাধীন সংবাদপত্র মত প্রকাশের ক্ষেত্রে অন্তরায় বলে অভিহিত করেন।
কর্মবিরতির চলাকালে ওয়াসা শ্রমিক ইউনিয়নের নেতাকমীরা ওয়াসা ভবনের ভেতর বিক্ষোভ মিছিল করেন। এসময় ঝুমুর বালার দ্রুত অপসারণ দাবি করেন তারা। বক্তারা বলেন, ঝুমুর বালা অসারণ না হওয়া পর্যন্ত তারা কমবিরতি অব্যাহত রাখা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত