
জন্মভূমি রিপোর্ট
খুলনা প্রেসক্লাবের আয়োজনে এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১এ প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে খুলনা ওয়ারিয়র্স। বুধবার দিনের প্রথম খেলায় তারা ৮ উইকেটে ভৈরব রাইডার্সকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৫১রান করেন আজিজুর রহমান তন্ময়। দিনের অপর খেলায় খুলনা রয়েলস্ ৩৪ রানে হিমেল-তৈয়্যেবা যুব সংঘকে পরাজিত করে।
বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ মিলন ৫৫ বলে অপরাজিত ৫৭ ও মোহাম্মদ বসির ৪৫ বলে ৫৭ রান করেন। হিমেল-তৈয়্যেবা যুব সংঘের পক্ষে প্রশান্ত বাছাড় ৫৫ রান করেও দলের পরাজয় ঠেকাতে পারেনি।
এদিকে সমান সংখ্যক দুই ম্যাচে ভৈরব রাইডার্স ও খুলনা রয়েলস্ এর প্রত্যেকের পয়েন্ট এখন ৩। ফলে আজ (বৃহস্পতিবার) নিজেদের শেষ ম্যাচে যে দল জয় পাবে তারাই ফাইনালের টিকিট হাতে পাবে।
জানা যায় খুলনায় জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টিভি মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বুধবার খুলনা জেলা স্টেডিয়ামে সকালে টসে জিতে খুলনা ওয়ারিয়র্স এর অধিনায়ক মাকসুদুর রহমান মাকসুদ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। ভৈরব রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৭৯ রান করে। দলের ওপেনার আরাফাত হোসেন অনিক ৪৯ বলে ২৭ রান করেন। এছাড়া রফিউল ইসলাম টুটুল ১৪, এজাজ ১৩ ও খাইরুল আলম অপরাজিত ১০ রান করেন। জবাবে ১১.৪ ওভারে খুলনা ওয়ারিয়র্স জয়ের লক্ষ্যে পৌছায়। দলের আজিজুর রহমান তন্ময় ৩৮ রানে ৫১, নুর ইসলাম রকি ১২ ও হাসান আহমেদ মোল্লা ৯ রান করেন। ম্যান অব দি ম্যাচ আজিজুর রহমান তন্ময়।
দিনের অপর খেলায় খুলনা রয়েলস্ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। দলের মোহাম্মদ মিলন ৫৭, বসির ৫৭ ও মেহেদী হাচান ১৫ রান করেন। জবাবে হিমেল-তৈয়্যেবা যুব সংঘ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের প্রশান্ত বাছাড় ৫৫, বিমল সাহা ১৪ এবং মারুফ মীনা ১২ রান করেন। বিজয়ী দলের পক্ষে বসির ২ উইকেট পায়। ম্যান অব দি ম্যাচ মোহাম্মদ বসির।