
প্রবাসী আয়ে উন্নয়নের ধারা অব্যাহত
হারুন-অর-রশীদ : দেশের অর্থ-সামাজিক উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভিবাসন মানব ইতিহাসের একটি চিরন্তন চিত্র। দেশ থেকে প্রতি বছর লাখ লাখ নারী- পুরুষ কর্মী উন্নত জীবিকার সন্ধানে বিশ^ শ্রমবাজারে অভিবাসী হিসেবে প্রবেশ করে। খুলনা ও বাগেরহাট জেলা থেকে আড়াই বছরে ২২হাজার ৮২৫জন বিদেশ গমন করেছেন। অর্থ নৈতিক ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় প্রবাসীদের আবদান স্মরনে এবছর প্রথম সরকারি ভাবে পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস। বিদেশ গামীরা বীমা সুবিধার আওতায় রয়েছে।
সূত্র জানিয়েছেন, প্রবাসীদের মধ্যে খুলনা ও বাগেরহাট জেলায় ২০২১-২২ অর্থ বছরে ৫হাজার ৩৪৮জন বিদেশ গমন করেন। এর মধ্যে নারী ৪হাজার ৩৮৩জন ও পুরুষ ৯৬৫জন। ২০২২-২৩অর্থ বছরে ৯হাজার ৪৩৪জন। এর মধ্যে নারী ৭৯৮ জন ও পুরুষ ৮হাজার ৬৩৬জন। ২০২৩-২৪ অর্থ বছরে ডিসেম্বর পর্যন্ত ৬মাসে ৮হাজার ৪৩জন। এর মধ্যে নারী ৮২২জন ও পুরুষ ৭হাহার ২২১জন। বেশীর ভাগ নারীরা গৃহকর্মীরা বিদেশ গমন করছেন। ব্যাংকের মাধ্যমে অভিবাসীদের পাঠানো টাকায় দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।
২০২২-২৩ অর্থ বছরে বিদেশে মৃত্যু বরণকারী ২৯জন আর্থিক ক্ষতিপূরণ পেয়েছেন। বিমানবন্দর থেকে লাশ বাড়িতে দাফন করার জন্য ৩৫হাজার টাকা এবং জনপ্রতি ৩লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। ২০২২-২৪ অর্থ বছরে ৯জন মৃত্য ব্যক্তি ক্ষতিপূরণ পেয়েছেন। বিদেশে কর্মরতদের মেধাবী সন্তানদের জন প্রতি ১৪হাজার থেকে ৩৪হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ওয়েজ অর্নার্স কল্যাণ তহবিল হতে বিদেশে মৃত্যুবরণকারী কর্মীর ওয়ারিশদের কাছে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
গমনেচ্ছুদের বৈধভাবে ও নিরাপদে বিদেশ যেতে হবে। কোন দালালে খপ্পরে পড়া যাবেনা। সরকার অনুদোদিত রিংক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যেতে হবে। খুলনা ও বাগেরহাট থেকে বিশে^র ১৬১টি দেশে নারী ও পুরুষ কর্মীরা গমন করেছেন। এর মধ্যে সব চেয়ে বেশী কর্মী গমন করেছেন সৌদি আরব, দুবাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডাণ, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, ইউকে, ফিজি, ওমান, বাহারাইন, হংকং, লেবানন, আলবেনিয়া ও মরিশাস।
এবছর প্রথম পালিত হয়ে গেলো প্রবাসী দিবস। ৩০ ডিসেস্বর খুলনায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়। সভায় ৩জনকে সম্মাননা প্রদান করা হয়। সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রহকারী হিসেবে খুলনা ইসলামী ব্যাংক ও রেমিটেন্স প্রেরণকারী হিসেবে দু’জনকে সম্মাননা দেয়া হয়।
ইসলামী ব্যাংক খুলনা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. ইয়াকুব আলী বলেন, ইসলামী ব্যাংক একটি শীর্ষ ও সনামধণ্য ব্যাংক। এই ব্যাংকে বিদেশ থেকে টাকা পাঠানো নিরাপদ। গ্রাহকদের দ্রুত সেবা প্রদান করা হয়। কোন হয়রানি নেই।
তিনি বিদেশে অবস্থানরত কর্মীদের ইসলামী ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে টাকা পাঠাতে অনরোধ জানিয়েছেন।
খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ইকবাল হোসেন বলেন, প্রশিক্ষণ নিয়ে সব কিছু জেনে শুনে বৈধভাবে বিদেশে যেতে হবে। কোন দালালের খপ্পরে পড়া যাবেনা। প্রবাসীদের জন্য প্রবাসী কর্মী বীমা চালু করা হয়েছে।