জন্মভূমি রিপোর্ট : খুলনা এবং যশোর জেলার বিভিন্ন স্থান হতে দুই হাজার ৪শ’ ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬শ’ গ্রাম গাঁজা ও ৬০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছে নারী-পুরুষসহ চার জন। বুধবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ ও র্যাব-৬ সদস্যরা এ উদ্ধার-গ্রেফতার করেছেন। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ টি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, চট্টগ্রাম হতে বাসযোগে ইয়াবার একটি চালান প্রবেশের গোপন সংবাদে যশোর ক্যাম্পের একটি দল কতোয়ালী মডেল থানাধীন মনিহার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। তখন অনন্যা ইসলাম (৪২) নামে একজন দু’ হাজার ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়। সে ওই থানা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নগরীতে কেএমপি’র অভিযানে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের হরিপদ মন্ডল (৫০), পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাত্তাশী গ্রামের মো: ছগীর শেখ (৩৯) এবং খালিশপুর থানার হাউজিং পুরাতন কলোনীর বাসিন্দা মো: মনিরুল ইসলাম (২৮) নামে তিন জন ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশি তৈরি মদসহ গ্রেফতার হয়েছে।