জন্মভূমি রিপোর্ট
খুলনার চারটি থানা এলাকা হতে ২শ’ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩শ’ গ্রাম গাঁজাসহ চার জন গ্রেফতার হয়েছে। অন্যদিকে, সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকা হতে ৮৭ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ও পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ, ডিবি এবং র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জেলা ডিবির অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্তের নেতৃত্বে একটি টিম রূপসা উপজেলার দেয়াড়া পূর্ব পাড়া গ্রাম হতে মোঃ রবিউল ইসলাম রবি (৪২) নামে একজনকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আরও দুইটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে, ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামে জেলা ডিবির অপর এক অভিযানে ২শ’ গ্রাম গাঁজাসহ মোঃ আল আমিন সরদার (৩২) নামে আরেকজন গ্রেফতার হয়েছে। এদিকে, কেএমপি’র অভিযানে খুলনা সদর ও খানজাহান আলী থানা এলাকা হতে ইসান কবির খান ওরফে জ্যোতি (৩৮) এবং মোঃ আরিফুল ইসলাম (২১) নামে দুই জন ১শ’ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ক্যাম্পের একটি দল দেবহাটা থানার পারুলিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আবুল বাশার (৩২) নামে একজনকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত