হারুন-অর-রশীদ : খুলনা কৃষি অঞ্চলে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। পূরণ হয়েছে কৃষকের সোনালী স্বপ্ন। তরমুজের লোকসান গুনে ভুট্টা চাষিরা ঝুকছেন ভুট্টা চাষে। বিনাচাষে লবণাক্ত জমিতে ভালো ফলন হয়েছে। সরকারের প্রণোদনা পেয়ে উৎসাহবোধ করছেন তারা।
সূত্র জানিয়েছেন, নিবিড় বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় রবি মৌসুমে খুলনার কৃষি অঞ্চলের জেলায় এ বছর ১১৭২হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে এবং ১০২৮৫ মেট্রিক টন উৎপাদন হয়। খুলনার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে চাষ করা হয়েছে ভুট্টা। গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট -সাতক্ষীরা-পিরোজপুর জিকেবিএসপি প্রকল্প বাস্তবায়ন করছে। ২০বিঘা জমিতে ২০টি প্রদর্শনী প্লটে ভুট্টা চাষ করা হয়েছে। এই প্রকল্প থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, কীট নাশক ও বীজ সরবরাহ করা হয়েছে।
আবাদকৃত জমির মধ্যে খুলনা জেলায় ৩৯০ হেক্টর। উৎপাদন হয়েছে ৩১৯৮ মেট্রিকটন। বাগেরহাটে আবাদ করা হয়েছে ৩৬৭হেক্টর। উৎপাদন হয়েছে ২৯২০ মেট্রিকটন। সাতক্ষীরায় আবাদ করা হয়েছে ২৪৪ হেক্টর। উৎপাদন হয়েছে ২৪৪০ মেট্রিকটন এবং নড়াইল জেলায় আবাদ করা হয়েছে ১৭১ হেক্টর জমি। এতে ১৭২৭ মেট্রিকটন ভুট্টা উৎপাদন হয়েছে।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৫জেলা গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট -সাতক্ষীরা-পিরোজপুর জিকেবিএসপি প্রকল্প কৃষি উন্নয়নের জন্য এই প্রকল্প নানা মুখি গবেষণা পরিচালনা করে আসছে। এই প্রকল্পের অর্থায়নে পুটিমারী, তেতুলতলা, চক্রাখালী, দেবীতলা ও গাঘরামারী গ্রামে হাইব্রিড মারজানা ও বারি ৯এবং ১৬ জাতের ভুট্টা চাষ করেছেন। আমন ধান কাটার পরে ডিসেম্বর মাসে রোপণ করা হয়েছে। প্রতি হেক্টরে গড়ে ফলন হয়েছে ৯ মেট্রিক টন। ডিপলিং পদ্ধতিতে চারা রোপণ করায় দ্রুত বেড়ে উঠে এবং ফলন ভালো হয়।
দেবীতলা গ্রামের কৃষক অংশুমান রায় ও বনস্পতি রায় বলেন, আমরা গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট -সাতক্ষীরা-পিরোজপুর জিকেবিএসপি প্রকল্প থেকে প্রশিক্ষণ গ্রহণ করে ফসল আবাদ করেছি। বিনা মূল্যে সব কিছু পেয়েছি। উৎপাদন ভালো হয়েছে। ভালো দামে বিক্রি করেছি।
প্রকল্প কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ^াস বলেন, কৃষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পাদে পরিনত করা হয়েছে। প্রশিক্ষনলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে সঠিক নিয়মে চাষাবাদ করায় উৎপাদন ভালো হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। লক্ষ্যমাত্র পূরণ হয়েছে। আবাদ ও উৎপাদন বেশী হয়েছে। কৃষকদের প্রণোদনা দেয়া হয়েছে। কোন জমি পতিত না রাখার জন্য কৃষকদরে অনুরোধ জানিয়েছেন।
খুলনা কৃষি অঞ্চলে ভুট্টার বাম্পার ফলন: উৎপাদন ১০২৮৫ মেট্রিক টন
Leave a comment