জন্মভূমি রিপোর্ট
খুলনাবাসী দীর্ঘদিনের প্রাণের দাবি খুলনা কৃষি বিশ্ব বিদ্যালয়। যা উপহার হিসাবে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী এ অঞ্চলের মানুষকে দিয়েছে। কিন্তু দুঃখ জনক বিষয় হলো এ অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করে উর্ত্তীন হওয়ার পরও মৌখিক পরীক্ষায় স্বাভাবিক প্রশ্ন করলে তার সঠিক উত্তর দেওয়ার পরও মেধানুসারে চাকুরীর নিয়োগ দেয়া হয়নি। দুঃখ জনক এ অঞ্চলের চাকুরীপ্রার্থীদের অগ্রধীকার না দিয়ে ভিসি ও রেজিষ্ট্রারের নিজস্ব এলাকার নোয়াখালি, নরসিংদীসহ আশপাশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছ হতে সুযোগ সুবিধা নিয়ে চাকুরী নিয়ে স্বজনপ্রীতি করে এ নিয়োগ বাণিজ্যে করেছেন।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বজনপ্রীতি নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ভিসি প্রফে. ড. সহিদুল রহমান খান ও রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ারের অপসারণের দাবিতে প্রতিবাদী মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
রবিবার (১৩ জুন) বিকাল ৪টায় দৌলতপুরস্থ উত্তরা ব্যাংক চত্ত্বরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নাগরিক নেতা শাহিন জামাল পনের সভাপতিত্বে ও এস এম ওয়াজেদ আলী মজনু’র পরিচালনায় দৌলতপুরবাসীর অংশ গ্রহনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে যে স্বজনপ্রীতির বাণিজ্যে করেছে ভিসি ও রেজিস্ট্রার তা কোনোভাবেই দৌলতপুরসহ খুলনা অঞ্চলের মানুষ মেনে নেবে না। মানববন্ধনের মাধ্যমে ভিসি ও রেজিষ্ট্রারের অপসারণের আন্দোলন শুরু। দূর্নীতিবাজ এ কর্মকর্তাদের অপসারণের না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান, দূর্নীতি বিরোধী জোট খুলনা সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম, বিএল কলেজের সাবেক জিএস শহীদুল ইসলাম বন্দ, সাংবাদিক নেতা মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, মিজানুর রহমান বাবু, শেখ অহিদুল ইসলাম, গোলাম রব্বানী টিপু, সাংবাদিক আবু আসলাম বাবু, মাহবুবুর রহমান খোকন, অধ্যাঃ হাসিবুজ্জামান বাবু, আহসান হাবীব, রুবায়েত হোসেন বাবু, বিউটি ইসলাম, ইমরুল ইসলাম, আশুতোষ সাধু, তিলোক গোস্বামী, পুলু মুন্সি, প্রসাদ সাহা কালু, সুমন দাস, শেখ জিহাদ, এমএম জসিম, আবু বক্কার সিদ্দিক, মহিউদ্দিন রাজু, অধ্যাঃ উজ্জল সাহা, প্রবীর বিশ্বাস, সরদার আলামিন রতন, প্রকৌঃ বাচ্চু, মার্শাল টিটু, শেখ ফিরোজ, এমডি সাঈদ, মোল্লা জুয়েল, রাজ আশরাফ, সোহেল মারুফ, পিটুল প্রমুখ।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে মানববন্ধন
Leave a comment