ডুমুরিয়ায় পৃথক পৃথক তিনটি দুর্ঘটনা ও ফুলতলায় একটি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন মোট ১২ জন। শুক্রবার( ৮ জুলাই) খুলনা সাতক্ষীরা মহাসড়ক ও খুলনা যশোর মহাসড়কে বিভিন্ন সময় এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানায়, শুক্রবার বেলা ১১ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো গ ১৩-৮৭১০ নং প্রাইভেটকার ও বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো গ ৩৩-৮৬১৫ নং প্রাইভেটকারটি আঙ্গাদোহা গ্রামের কাছে আসলে দুটি কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালকসহ অনন্ত ৪ জন আহত হয়।
আহতরা হলেন বয়রা উপজেলার মনিরা বেগম (২৫), মোংলার কামারখালি এলাকার আবুল কালাম আজাদ (৬০) ও একই এলাকার সালাউদ্দিন (১৫)। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া দুপুর ১২ টার দিকে গুটুদিয়া ওয়াপদার মাথায় ট্রাক প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনন্ত ৩জন আহত হয়। এরপর দুপুর আড়াইটার সময় ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অপর একটি প্রাইভেটকার। এতে অনন্ত ৪ জন আহত হয়।
অপরদিকে দুপুর দেড়টায় ফুলতলার ১৪ মাইল নামক স্থানে খুলনা থেকে যশোরের দিকে যাওয়া মটরসাইকেল ও যশোর থেকে খুলনার দিকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মটরসাইকেল আরোহী পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ আব্দুর সবুর গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। এই ঘটনায় ট্রাক চালক শাহাজুল বিশ্বাষকে আটক করেছে পুলিশ। ট্রাক ও মটর সাইকেল থানা হেফাজতে রয়েছে।