ডেস্ক নিউজ : খুলনা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত জাতীয় পার্টির অফিসে এ ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর গোটা এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
এলাকাবাসীর মারফত জানা যায়, সন্ধ্যা পৈনে ৬টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল নিয়ে ডাকবাংলা মোড়ে আসে। এ সময় মিছিলকারীদের বেশ উত্তেজিত দেখাচ্ছিল এ সময় তারা প্রথমে ডাক বাংলা মোড়ের জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। পরবর্তীতে তারা কার্যালয়ের ভিতরে ঢুকে পড়ে এবং টেলিভিশন, চেয়ার- টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভাবগচুর করে, এরপর ভাঙচুরকৃত মালামাল কার্যালয়ের বাইরে এনে তাতে অগ্নিসংযোগ করে। পরে তারা জাতীয় পার্টি ও তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দিতে এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুল গিয়াস বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা সন্ধ্যা পৌনে ৬টার দিকে মিছিল নিয়ে এসে জাতীয় পার্টির কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। তারা অফিসে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং কার্যালয়ের ভিতরে থাকা ২/৩টি প্লাষ্টিকের চেয়ার বাইরে এনে অগ্নিসংযোগ করে। যারা এ হামলা চালিয়েছে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এ ন্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিদুল ইসলাম বাপ্পি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে কিছুক্ষন পূর্বে এ সংক্রান্ত একটি পোষ্ট করেছেন, তিনি তার পোষ্টে লিখেছেন, ফ্যাসিষ্টদের দোশর জাতীয় পার্টির বিচারের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
অন্যদিকে উত্তেজিত জনতা জাতীয় দালাল ও ফ্যাসিষ্টের প্রধান সহযোগী জাতীয় পার্টির অফিস ভাংচুর করে এবং সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বলে আমরা খবর পেয়েছি। এগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পৃক্ততা নেই।