জন্মভূমি রিপোর্ট : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) খুলনা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে ২২জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনাইটেড ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং মধ্য রাতে কমিশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার পরিচালক গোপী কিষান মুন্ধাড়া ফলাফল ঘোষণা করেন। ১৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কঠোর নিরাপত্তা ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচন কমিশন সূত্র জানান, নির্বাচিত কার্যকরী সদস্যরা হচ্ছেন শ্যাম ভক্ত, পরিতোষ চন্দ্র দত্ত, সমরেশ সাহা, শিবনাথ ভক্ত, বাসুদেব কর্মকার,পরিমল কুমার মজুমদার, রামচন্দ্র পোদ্দার, অসিত চক্রবর্তী, বিজন দত্ত, জি এম মাহাবুবুর রহমান, শংকর কর্মকার, লক্ষ¥ন কুমার দত্ত, মো. আজিজুর রহমান, শ্যাম চন্দ্র পোদ্দার, অজয় কুমার বকসী, প্রানজয় দাস মিঠু, মশিউর রহমান, প্রকাশ কুমার সাহা, শেখ শওকত আলী, মো. আকতার দেওয়ান, মানস দত্ত, এবং প্রলয় রায়। নির্বাচিত এই ২২ জন আগামীকাল রোববার রাত ৮টায় সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ১২সদস্য পরিচালনা কমিটি নির্বাচিত করবেন।
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজি আমিনুল হক ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং নির্বাচন মনিটরিং করেন। সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ^াস, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শরীফ আতিয়ার শরীফ, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, পরিচালক এম এ মতিন পান্না, মো. ইসলাম খান, মো. আবুল হাসান, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্যামল হালদার, নগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বিশ^াস ও বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিপনুল ইসলামসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার পরিচালক গোপী কিষান মুন্ধাড়া। নির্বাচন কমিশনার ছিলেন খুলনা চেম্বার পরিচালক ও খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান এবং বিশিষ্ট রোটারিয়ান ও খুলনা ইউনাইটেড ক্লাবের যুগ্ম সম্পাদক পলাশ কুমার সাহা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত