
বিজ্ঞপ্তি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, খুলনা-৪ আসনের গণমানুষের নেতা আজিজুল বারী হেলালসহ নেতৃবৃন্দের নামে বিভিন্ন মেয়াদে অবৈধ সাজা প্রত্যাহারের প্রতিবাদে মিছিল করে ছাত্র দল জেলা শাখা। মঙ্গলবার বিকেল ৪টায় মিছিলটি নগরীর সিটি কলেজের সামনে থেকে শুরু হয়ে পিটিআই মোড়ে শেষ হয়।
এসময় খুলনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম, গাজী মনিরুল ইসলাম, শাকিল হোসাইন, সাব্বির আহমেদ টগর, হৃদয় আহমেদ, এম আবুজার গেফারী, শারাফাত আলম সৌরভ, মোঃ আব সাঈদ, ইমতিয়াজ আলী সুজন, অনিক আহমেদ, খালিদ ওয়ালিদ, নীলাদ্রি কুমাার, ইমন তালুকদার, মোস্তাকিম বিল্লাহ, রায়হান সোবহান, জাহাঙ্গীর আলম, মোঃ ফুরকান, আরাফাত হোসেন, মোঃ আব্দুল্যাহ জমাদ্দার, ওমর ফারুক, মোঃ ইমন হোসেন ও মোঃ সাজিদ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ অভিলম্বে মিথ্যা মামলা ও সাজা প্রত্যারের দাবি জানান।