
বিজ্ঞপ্তি : খুলনা জেলা ডিবির অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে ফুলতলায় এ অভিযান পরিচালনা করে খুলনা জেলা ডিবি। এস আই সৌরভ কুমার দাস তার টিম নিয়ে এ অভিযান পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে, জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা এর মৌখিক নির্দেশনায় এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ২৯মে’২৩ তারিখ সকাল ১০.৪৫ টার সময় ফুলতলা থানাধীন আলকা গ্রামস্থ মুচিভিটা নামক স্থানে ইমান আলী মোড়লের ছোট টং ঘরের সামনে হতে আসামী ১) শাহাজাদা মাঝি (৩৫), পিতা- মৃত মজনু মাঝি (ড্রাইভার), সাং-মহেশ্বরপাশা, থানা-দৌলতপুর, কেএমপি, খুলনা, ২। মোঃ তানজিমুল বিশ্বাস (২৯), পিতা- মৃত শহিদুল বিশ্বাস, সাং-উত্তর আলকা থানা-ফুলতলা, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে সর্বমোট ১৮০ (একশত আশি) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফুলতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ফুলতলা থানার মামলা নং-১৮। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)/৪১ ধারাতে এ মামলা দায়ের করা হয়েছে।