এম সাইফুল ইসলাম
মোরেলগঞ্জের মোসলেম আলী হাওলাদার। পিতা হামেদ আলী হাওলাদার। উপজেলার বারইখালি ইউনিয়নের উত্তর সুতালড়ি বাস করতেন।
শহীদ মোসলেম আলী হাওলাদার মুক্তিযোদ্ধা গবেষক আবু জাফরের সহযোদ্ধা ছিলেন। তার বর্ননানুযায়ী যুদ্ধের শুরুতেই বিদ্রোহী সেনা সদস্য মেজর জলিল মুক্তিযোদ্ধাদের সাথে যোগদান করেন। চলে আসেন বাগেরহাট ও খুলনার দিকে। তাঁর পরামর্শে খুলনার মুক্তিকামী তরুণরা খুলনা রেডিও স্টেশন দখলের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তনুযায়ী ৩ এপ্রিল তাঁরা রূপসা নদ পাড়ি দিয়ে গল্লামারীতে রেডিও স্টেশনের নিয়ন্ত্রণ নেন। এটিই খুলনায় প্রথম প্রতিরোধযুদ্ধ। রেডিও স্টেশন দখলে তরুণদের সঙ্গে যোগ দিয়েছিলেন সেনাবাহিনী থেকে সদ্য অবসর নেওয়া সুবেদার মেজর জয়নুল আবেদীন। তিনি ওই প্রতিরোধযুদ্ধে ছিলেন কমান্ডার। অধিনায়ক ছিলেন সেনাবাহিনীর নায়েক সিদ্দিক। পুরো পরিকল্পনার সমন্বয়কারী ছিলেন শেখ কামরুজ্জামান টুকু।
সেদিনের সেই বেতার কেন্দ্রের ভবনটি আজকের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অংশ। এই ভবনটি ঘিরে জড়িয়ে আছে পাকিস্তানি সেনাদের নির্মমতা ও হত্যাযজ্ঞের নানা করুণ স্মৃতি। মেজর জলিলের পরামর্শে ১৬০ জন তরুণকে কয়েকটি ভাগে ভাগ করা হয়।
সিদ্ধান্ত হয় দুটি অংশ লক্ষ্যস্থলে আক্রমণ চালাবে। একটি অংশ বেতার কেন্দ্রের সরাসরি আক্রমণ করবে। এই অংশেই ছিলেন মোসলেম আলী হাওলাদার । অপর অংশে বেতার কেন্দ্রের দেড় কিলোমিটার আগে প্রধান সড়কে থাকবে। এই অংশটির কাজ ছিল বেতার কেন্দ্রের দিকে পাকিস্তানি বাহিনী যেতে চাইলে তাদের প্রতিহত করা। এই অংশটির নেতৃত্বে ছিলেন কমান্ডার সুবেদার মেজর জয়নুল আবেদীন।
বেতার কেন্দ্র আক্রান্ত হয়েছে জানতে পেরে পাক সেনারা এগোতে থাকে বেতার ভবনের দিকে। পথে তারা বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর জয়নুল আবেদীনের প্রবল প্রতিরোধের মুখে পড়ে। সেখানে জয়নুলের সঙ্গে থাকা ২০ জন তরুণ বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তিন ঘণ্টা মরণপণ লড়াই চলে। তবে পাকিস্তানি বাহিনীর আক্রমণে টিকতে পারেননি তাঁরা। তার পরও এই বীররা হতোদ্যম হননি। বীরদর্পে প্রতিরোধ করে গেছেন। একসময় জয়নুল আবেদীন শহীদ হন।
পথের প্রতিরোধ ভেঙে গেলে কনভয় দ্রæত বেতার কেন্দ্রের দিকে এগোতে থাকে। এ খবরে কামরুজ্জামান টুকু অগ্রবর্তী দলকে পিছু হটার নির্দেশ দেন। ততক্ষণে বেতার কেন্দ্র এলাকায় শহীদ হয়েছেন মোসলেম আলী হাওলাদার ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত