বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দাকোপ রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবের মেম্বর লাউঞ্জে ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দাকোপ রিপোর্টার্স ক্লাবের সভাপতি রতন কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, ক্লাব সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য মোঃ আব্দুল হামিদ ও দিলীপ কুমার বর্মন, সাংবাদিক শামীম আশরাফ শেলী, দাকোপ রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ রুমান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক গাজী রবিউল ইসলাম ও সদস্য বশির গাজীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।