
বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের বছরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর হয়েছে খুলনার ব্যবসায়ী প্রতিষ্ঠান এম এস জিয়াউল ট্রেডার্স। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী কাউন্সিলর মোহাম্মাদ জিয়াউল আহসান টিটু এ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামসহ উপস্থিত নেতৃবৃন্দকে চেক হস্তান্তর করেন।
প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে চেক হস্তান্তর অনুষ্ঠনে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ফারুক আহমেদ, মোহাম্মদ আলী সনি, মল্লিক সুধাংশু, হাসান আহমেদ মোল্লা, এস এম কামাল হোসেন, মো: তরিকুল ইসলাম, শেখ মো: সেলিম, আসাদুজ্জামান খান রিয়াজ, ওয়াহেদ-উজ-জামান বুলু, দেবব্রত রায়, বিমল সাহা, আহমদ মুসা রঞ্জু, দিলীপ কুমার বর্মন, বাবুল সরদার বাদল, রফিকুজ্জামান হাসান, আশরাফুল ইসলাম নূর, মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), এস এম বাহাউদ্দিন, মোঃ সোহেল রানা, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

